মো: নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-৩ আসন:
ঢাকা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের জানান, এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাবু । এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মো: শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমেদ খান, গণ অধিকার পরিষদের মো: সাজ্জাদ এবং গণসংহতি আন্দোলনের মো: বাচ্চু মিয়া।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো: মনির হোসেন, রেজাউল কবির, মো: সাজ্জাদ আলী, মো: নাজিম উদ্দিন, পারুল মোল্লা ও বেলাল হোসেন। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে মো: জাফর তার মনোনয়নপত্র দাখিল করেন।
ঢাকা-২ আসন:
অন্যদিকে, ঢাকা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, এই আসনে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: জহিরুল ইসলাম।
তফসিল অনুযায়ী, জমা পড়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কেরানীগঞ্জের দুই আসনেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ ঘন লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত