মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ আসন থেকে প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সাভার উপজেলা কমপ্লেক্সে অবস্থিত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।
এ সময় মনোনয়ন দাখিল কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাংবাদিকদের বলেন, “আমি জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নির্বাচন করছি। সাভার-আশুলিয়া এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাভার উপজেলায় রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে। বিভিন্ন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত