মো: নূরেআলম রায়হান,নিজস্ব সংবাদাতাঃ
আজ ( ৩০ ডিসেম্বর) মোঙ্গল বার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের শোক প্রকাশ ও সাধারণত জনগণের ও আবেগঘন শোক প্রকাশ।
বিএনপি দলটির ভেরিফাই ফেসবুক থেকে মৃত্যুর সংবাদ টি নিশ্চিত করা হয়, পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়,
' বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রাধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ ( ৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তাঁর আত্মার জন্য দোয়া চাচ্ছি।
তাছাড়া ও আজ সকাল সোয়া ৭ টার দিকে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম কে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, 'আম্মা আর নেই। '
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে ডায়বেটিস, কিডনি লিভার,আর্থ্রাইটিস,শ্বাসকষ্ট, হার্টসহ বিভিন্ন জটিল রোগে চিকিৎসা ধীন ছিলেন,রাজধানী এভার কেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার বেগতিক দেখা দিলে, দেশি-বিদেশেী ডাক্তারের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য উদ্যোগ ও নিয়েছিল। তবে শারীরিক অবস্থা ভাল না থাকায় নেওয়া সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে তিন বার বাংলাদেশের,প্রধান মন্ত্রী হয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রথমনারী প্রধানমন্ত্রী এবং তিনি বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী সরকার প্রধান ছিলেন।
বেগম খালেদা জিয়া, ১৯৮১সালে জিয়াউর রহমানের ( তার স্বামী) মৃত্যুর পর ১৯৮২সালের ২ জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন।১৯৮৩ সালে মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন।বেগম খালেদা জিয়া রাজনীতিতে এক অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখন ও কোন আসন থেকে পরাজিত হননি।
বেগম খালেদা জিয়ার মত এক মহাকালের মহসী নারীর মৃত্যুতে শোকাভিভূত বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত