মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার আশুলিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও এক ডজনেরও বেশি মামলার আসামি রাজু আহমেদ ওরফে শুটার রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে সোমবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্টের পর থেকে নিজের পরিচয় গোপন করে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত রাজু আহমেদ (৪২) ঢাকা জেলার আশুলিয়া থানার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে নিজের পরিচয় দিতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, রাজু আহমেদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যাসহ এক ডজনেরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে একটি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি বিএনপির ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে আড়াল করার অপচেষ্টা চালান।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাসহ এক ডজনেরও বেশি গুরুতর মামলা রয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত রাজু আহমেদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত