নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও:
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সদর ইউপির বৃহত্তর মাইজ পাড়া ক্রিকেট এসোসিয়েশন কতৃক আয়োজিত প্রিমিয়াম লীগ ২০২৬এর শুভ উদ্বোধন হয়েছে।
২ জানুয়ারী সকাল ১০টায় ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার পাশ্ববর্তী ধানী বিলে এই টূনামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনে স্থানীয় নেতৃবৃন্দরা অংশ নেন।
উদ্বোধন খেলা দেখা দেখতে ক্রীড়ামোদি জনতা ভীড় করেন মাঠে।
ক্রিকেট টুনামেন্টে অংশগ্রহণ করেন- শহীদ ওস মান হাদী ক্রিকেট একাদশ, দ্যা বাউন্ডারি কিংস ক্রিকেট একাদশ,মরহুম জাহাঙ্গীর ক্রিকেট একা দশ, ভাই ভাই মটরস ক্রিকেট একাদশ, আলমাছ এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত