নিজস্ প্রতিবেদক,ঈদগাঁওঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবু ছৈয়দ সওদাগর প্রকাশ আবু খলিফার ৫ম তম মৃত্যুবার্ষিক পালিত হয়।
গতকাল সকালে মরহুমের নিজ পরিবার কক্স বাজারের ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। রাতে স্থানীয় হেফজখানায় এতিম ছাত্র ও এলাকার লোকজনের মাঝে খাবার বিতরন করা হয়। মরহুমের আত্বীয় স্বজনরা রুহে মাগফেরাত কামনায় কবরও জেয়ারত করেন।
মরহুম আবু ছৈয়দ সওদাগর কক্সবাজার হাসে মিয়া মাদ্রাসার মুহাদ্দিস এনামুল হকের পিতা ও ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের দাদা।
উল্লেখ যে, ২০২১ সালের ১ জানুয়ারী তিনি মৃত্যু বরণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত