বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ২টা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশের টিম সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদা’র সামনে তা আটক করতে সক্ষম হয়। সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজিতে থাকা একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
আবুল কাসেম (৬১)পিতা: জবর মুল্লুক কুতুবদিয়া পাড়া, হোয়াইক্যং, দিলরুবার ঘর, ৩নং ওয়ার্ড, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।ইসমত আরা বেগম (২৬) স্বামী: জিহাদুল ইসলাম পিতা: মোক্তার আহমেদ কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, মিঠাছড়ি, সেকান্দরের বাড়ি, ইউপি—শাফলাপুর, থানা—মহেশখালী, জেলা—কক্সবাজার।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত