মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার ধামরাই উপজেলায় অনুমোদন ছাড়া তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের চনপাড়া এলাকায় স্টার ব্রিকস সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহম্মেদ রাফি। এ সময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্টার ব্রিকস কর্তৃপক্ষ আশপাশের তিন ফসলি কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। এতে এলাকার বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি পাশ দিয়ে যাওয়া সরকারি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও ভাটা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করায় বাধ্য হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহম্মেদ রাফি জানান, সরকারি অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের দায়ে স্টার ব্রিকসের মালিককে জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষিজমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত