নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় ৫০ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদককারবারিকে আটক করা হলেও তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতের দিকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বেউরঝাড়ী বিওপি এলাকার অভ্যন্তরে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩৮০/৭ এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে বেউরঝাড়ী নামক স্থানে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির কাছ থেকে ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ডেস্কামেথাসন ট্যাবলেট, একটি আইটেল মোবাইল ফোন, একটি জিপি সিম, একটি ভারতীয় সিমকার্ড এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে—ইয়াসিন আলী (৪০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম: তের আলী, ডাকঘর: হরিণমারি, থানা: বালিয়াডাঙ্গী, জেলা: ঠাকুরগাঁও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত প্রায় সাত মাস ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এদিকে অভিযানের সময় অপর একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পলাতক ব্যক্তির নাম সুবুর আলী (৩০), পিতা: লিয়াকত আলী, গ্রাম: দক্ষিণ জিয়া বাড়ি, ডাকঘর: মোড়োল হাট, থানা: বালিয়াডাঙ্গী, জেলা: ঠাকুরগাঁও।
বিজিবি জানায়, আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আজ ২ জানুয়ারি (শুক্রবার) বিকেলে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত