কেএম জহুরুল হক, ফুলছড়ি,গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদ ও সিপিবিসহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—সিপিবির শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজু।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ইসলামী আন্দোলনের অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও এএইচএম গোলাম শহীদ রঞ্জু।
তফসিল অনুযায়ী, আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত