মো: নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ ( ঢাকা)
ঢাকা কেরানীগঞ্জে হঠাৎ সিলিন্ডার গ্যাসের বোতল উচ্চ মূল্য বিক্রি হচ্ছে, যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে।
গত সপ্তাহের ব্যবধানে হুড়হুড় করে বেড়ে গ্যাসের বোতল বিক্রি হচ্ছে ২০০০ থেকে২২০০ টাকা পর্যন্ত। ভোক্তা অধিকারের বা সরকারের নির্ধারিত মুল্য তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মত বিক্রি করেছে, কিছু অসাধু ব্যবসসয়ী কৃত্রিম সংকট তৈরি করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,খোলামোড়া, আঁটিবাজার , কলাতিয়া, রুহিতপুর একই কোম্পানির গ্যাস একেক দোকানে একেক রকম দাম , কোন দোকানে ২১৫০ টাকা আবার কোন দোকানে ২২০০ টাকা,১৯৫০ টাকা,কোন দোকানদারেরা বলেন,গ্যাস সাপ্লাই নাই , মনে চাইলে নিতে পারেন, তাদের নির্ধারিত দামে , এ যেন মরার উপর খাড়ার গা,সাধারণ জনগণ তো রান্না - বান্না করে খেয়ে বেঁচে থাকতে হবে, নিতে হবেই দাম যাহাই হোক। এভাবে তো আর চলতে পারে না।
একজন গ্যাস কিনতে আগত রহিম নামের লোকের কাছে জানতে চাইলে তিনি জানান কাজের থেকে বাসায় এসে জানতে পারলাম গ্যাস শেষ হয়েছে, ফোন দিলাম যে, আমাদের বাসায় গ্যাসের বোতল পৌঁছে দিয়ে যায় তার নিকট, সে বলল ভাই আমার দোকানে গ্যাসের সিলিন্ডার নেই। তাই বাজারে আসা। এখন দেখি এক দোকানে ২২০০ টাকা, আরেক দোকানে গিয়ে দেখি ২১৫০ টাকা, এখন তো নিতেই হবে । এটা সিন্ডিকেট বা কারসাজি করে বিক্রি করছে, কি করব,পরে ২১৫০ টাকায় কিনলাম।
কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপাকে পড়েছে গ্যাসের উচ্চ মূল্য বৃদ্ধির কারণে গৃহস্থালির রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপিজির সিলিন্ডার। গত দুই সাপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে এলপিজির দাম।
কেরানীগঞ্জের কয়েকটি খুরচা বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, তারা চাহিদা দিলেও এলপিজির সরবরাহ নেই অভিযোগ করে । তাই ক্রেতা চাইলে ও দিতে পারছেন না।তাদের বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই তারা ও বাড়তি দামে বিক্রি করেন।
খুচরা ব্যবসায়ীরা এই উচ্চ মূল্যের দায় চাপাচ্ছেন বড় ডিলার ও পরিবেশকদের উপর। তাদের ভাষ্য মতে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বানানো হচ্ছে। আরেকদিকে ডিলারেরা বলছেন,ডিলারেরা পর্যাপ্ত পরিমানে সরবরাহ না পাওয়ায়, পরিবহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকে, যার কারণে বাড়তি পরিবহন খরচ গুনতে হয়। এসব আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়াই মূল কারণ।
এবিষয়ে কেরানীগঞ্জের নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক সংবাদ মাধ্যমে কে জানান, গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় জনসাধারণের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান ও বাজার তদারকি না করলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের লাগাম ধরা দুষ্কর হয়ে পড়বে। দ্রুত সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির দাবি জানিছেন এলাকাবাসী। অন্যথায় রান্নার গ্যাসের আগুনের পাশাপাশি ক্ষোভে জনগন জ্বলে উঠলে তখন জনসাধারণ কে শান্ত করতে সরকারের বেগ পোহাতে হবে। তাই অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত