নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামের এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার নন্দুয়াড় ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং একজন প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত