মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকা-১৯ ( সাভার–আশুলিয়) ) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শওকত হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র সকল আইনগত শর্ত পূরণ করায় তা বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঢাকা-১৯ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট শওকত হোসেন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমার দল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রবীন মিলে কাজ করে যাচ্ছে এবং আমি আশাবাদী ঢাকা ১৯ এর জনগণ আমাকে নির্বাচিত করে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সাভার গড়তে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় জাতীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত