মোহাম্মদ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে নীলফামারী শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
অভিযানকালে ডিপ ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, কালিতলা এলাকার ঢাকাইয়া হোটেলকে ৭ হাজার টাকা এবং মদন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি জরিমানার অর্থ পরিশোধ করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত