মো: নূরেআলম রায়হান, নিজস্ব সংবাদদাতা( ঢাকা):
রাজধানী ঢাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে, জনজীবনে নেমে আসছে বিপর্যয়।
রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। দিনের মধ্যভাগ পর্যন্ত কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন থাকে,যার কারণে ঘটে যাচ্ছে অহরহ অপ্রত্যাশিত দূর্ঘটনা এবং মারাত্মক দূর্ঘটনার আশংকা করা যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ ( ৪ জানু) রবিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।সামনে কিছুই দেখা যায় না,কুয়াশার ঘনত্ব এত বেশি।
স্থানীয় জনগণের তথ্য মতে, গত কয়েকদিন ধরে তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া ও দিনমজুর ও ছিন্নমূল মানুষ এবং শিশু ও বয়োঃবৃদ্ধ। শিশুদের ঠান্ডা জনিত বিভিন্ন রোগের উপদ্রব বেড়েছে এবং বয়োঃবৃদ্ধদের ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে।
একজ মধ্যবয়সী দিনমজুর মোঃ আবুল ফজলের সাথে কথা বললে জানান,শীতে কাজে কর্মে ও যেতে পারছিনা এবং চালডাল ও কিনে আনতে পারছিবনা,। কোন সাহায্য সহযোগিতা ও পাচ্ছি না,কিভাবে চলব এবং কি করব বুঝতেছিনা, এভাবে কত দিন চলবে তাও জানি না।
অন্যদিকে একজন রিকশা চালক জানান,তীব্রতা ও ঘনকুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এবং যাত্রী ও রিক্সায় উঠে না। আয়-রোজগার ও নাই, আপনি দেখতে পারছেন খালি রিকশা নিয়ে বেড়াই, তবুও যাত্রী পাইনি। শীতের ভারী পোশাক ও নেই, তবুও কাজের সন্ধানে রাস্তায়। আয় ইমকাম কমে গেছে, আমার পরিবারে , ৪ জন সদস্য, এক ছেলে ও এক মেয়ের খাওয়া নিয়ে বড় টেনশনে আছি, আগে গরমে ইনকাম করতাম ৫০০ থেকে ৬০০ টাক আর এখন ২০০/ ৩০০ টাকা।
রাজধানীতে অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়ে, ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে, সাধারণ মানুষের ও হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের।
আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ১২দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।শীতের সংশয় কমছেনা,তবে ধারণা করা যায় গোটা জানুয়ারি মাস জুড়ে শীতের আবাস লক্ষ্য করা যায় এবং মাঝে মধ্যে শীত কমলেও এ মাসে ২/৩ টি শৈত্য প্রবাহ হতে পারে। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও এ সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন ভাব থাকলেও আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতে শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় জনগণের তথ্য মতে, গত কয়েকদিন ধরে তীব্র শীতে ও শৈত্য প্রবাহে হবুথবু খেটে খাওয়া ও দিনমজুর, ছিন্নমূল মানুষের। কাজে বের হওয়ার সুযোগ নেই এবং কাজের সন্ধানে বের হওয়ার সুযোগ নেই। এ অসহায় পরিবারের জন্য সরকার ও সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিত্তবানদের কেও সাহায্য সহযোগিতার আহ্বান।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত