মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
ক্ষমতা নয়, মানবিকতাই যে প্রকৃত পরিচয়—তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ডিমলা উপজেলা প্রশাসন। শীতের গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় নীরবে মাদ্রাসায় গিয়ে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান-এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের গায়ে নিজ হাতে কম্বল তুলে দেন। পুরো কার্যক্রমটি সম্পন্ন করা হয় নিঃশব্দে—প্রচার নয়, সহমর্মিতাই ছিল মুখ্য।
শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই নয়, একই দিনে ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত পথচারী ও অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। মানবিক দায়িত্ববোধ ও সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
নীরবতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মিশেলে এই উদ্যোগ হয়ে উঠেছে সত্যিকারের মানবিকতার প্রতিচ্ছবি। এমন কার্যক্রম প্রমাণ করে—প্রশাসন চাইলে জনগণের পাশে দাঁড়াতে পারে নিঃশর্তভাবে।
ডিমলায় মানবিক প্রশাসনের এই উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান,
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত