বিশেষ প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ—আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে হ্নীলা এলাকায় অবস্থিত আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইকরা হিফজ মডেল মাদ্রাসা প্রতিদিনই নতুন নতুন কোরআনের পাখির আগমনে মুখরিত হয়ে উঠছে। দ্বীনি শিক্ষার এই আলোকিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।
সম্প্রতি মাদ্রাসাটি পরিদর্শনে আসেন লোহাগাড়া ওসমানাবাদ মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা জয়নাল আবেদীন সাহেব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মাওলানা মোবারক সাহেব। এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমার মামাতো বোনের জামাই জনাব আতাউর রহমান সাহেব।
পরিদর্শনকালে সম্মানিত অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, আবাসন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কোরআন শিক্ষার অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। তারা শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি ও মাদ্রাসার ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা ও লেখাপড়ার মান দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আদর্শ হাফেজে কোরআন ও দ্বীনের খাদেম তৈরি হয়ে সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনের শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত