সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় হিমেল বাতাস সেই সাথে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের এই প্রকোপে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে হাঁড় কাঁপানো এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা। শুক্রবার ১০ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শীর্তাত মানুষকে শীত নিবারণে শীতবস্ত্র হিসেবে গড়ম কাপড় কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি এবং সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু'র ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু। এতে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ। এ সময় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর ফিডার, সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গরিব ও অসহায় মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত