মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় সেলিম খান নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টার দিকে আশুলিয়ার কুঁরগাও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম খান (৪৮) আশুলিয়ার চাঁনগাও এলাকার ফজলুল খানের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুরগাও বাজার এলাকার অভিযান চালিয়ে সেলিম খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলার এজাহার নামীয় আসামি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত