জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট।রোববার ১১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড.মো: মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান স্বাক্ষরিত বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি আরও কার্যকর ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ বিষয়ে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান বলেন,“তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ কেবল একটি দলীয় দায়িত্ব পরিবর্তনের ঘটনা নয়;এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে তিনি এক জটিল সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন।”তিনি আরও বলেন, “তার নেতৃত্বে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার হাত ধরেই দেশে মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে-এমন প্রত্যাশা আমাদের।”
প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনার মূলধারার এই রাজনীতিকে এগিয়ে নিতে তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য। তিনি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে সফলতা দান করেন।”ইউট্যাব পবিপ্রবি ইউনিট আশা প্রকাশ করে, তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে বিএনপি আরও সুসংহত ও কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত