মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল শাখার পক্ষ থেকে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইপাইল আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াসিন মীর।
বিশেষ অতিথি আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জুয়েল হোসেন
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াসিন মীর বলেন “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।
স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তরজেলা ট্রাক চালক ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু শেখ,দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত