এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
ঈদগাহ মডেল হাসপাতালের আয়োজনে এবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রশিদনগরের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে।
১৭ জানুয়ারী (শনিবার) সকাল নয়টা থেকে বিকেল চারটা পযন্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেছেন নবজাতক,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ রফিক উদ্দিন,মেডিসিন,নাক-কান-গলা,বাথ ব্যাথা এবং ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডা: জুনায়েদ সাঈদ, গাইনী, প্রসূতি ও স্ত্রী রোগের অভিজ্ঞ চিকিৎসক ডা: আয়েশা ছিদ্দিকা।
ফ্রি চিকিৎসা সেবার আওতায় শিশু থেকে সব বয়সের ২শত ৬৫ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে হাসপাতালে পক্ষে অংশ নিলেন,আবু বকর সিদ্দিক-ম্যানেজার, নুরুল হাকিম- এক্স-রে ইনচার্জ,শফিউল আজম- আইটি ম্যানেজার,মোহাম্মদ আব্দুল্লাহ মিয়াজী-ওয়ার্ড বয়,আতিকুর রহমান ওয়ার্ড বয়,সনি রাণী সুশীল-এইড নার্স,সুমাইয়া আক্তার-এইড নার্স, আশিকুর রহমান রাফি- রিসিপশন সহকারী, শওকত আলম- ল্যাব টেকনিশিয়ান,মোস্তাকিম ইসলাম হামিদ-মার্কেটিং সহকারী প্রমুখ।
মডেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা:মো ইউসুফ আলী বলেন, মানবতার সেবায় সবসময় জনগনের পাশে মডেল হাসপাতাল। প্রতিষ্ঠালগ্ন থেকে এ হাসপাতাল মানবিকতার চিন্তা চেতনায় অসহায় ও হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত