সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না, একইসঙ্গে এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার নয়।
সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না।
তিনি বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।
জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কিছু দল মিলে একটি ঐক্য গঠন করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি পালন করে আসছিল। এই ঐক্য একসঙ্গে নির্বাচন করারও ঘোষণা দেয়।
তবে তফসিল ঘোষণার পর শেষ মুহূর্তে ওই ঐক্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যোগ দেয়। এরপর ইসলামী আন্দোলন জোটে কম গুরুত্ব পাওয়ার অভিযোগ করে আসছিল। এমনকি তারা দাবিকৃত আসন বরাদ্দও না পাওয়ার অভিযোগ করে আসছিল জোটের বিরুদ্ধে।
এ নিয়ে নানা আলোচনা ও দর কষাকষির মধ্যে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে আসন বণ্টনের ঘোষণা দেয় ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না।
সংবাদ সম্মেলনে ওই ঐক্যের পক্ষে ২৫৩ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়। বাকি ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রাখা হয় বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত