কামরুল ইসলাম,টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় ডাকাতের গুলিতে এক তরুণী নিহত হয়েছে। নিহত তরুণী ছিদ্দিকের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রাতে নোয়াখালী পাড়া এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ সময় তাদের বাধা দিলে ডাকাতরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছিদ্দিকের মেয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
টেকনাফ থানার ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত