মোঃ রায়হান পারভেজ নয়ন, নীলাফামারী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর। নির্বাচন কমিশনের আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ভোটার তালিকার এক শতাংশ সংক্রান্ত সামান্য অসঙ্গতির অভিযোগ তুলে অধ্যাপক রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশনের আপিল বিভাগ তার পক্ষে রায় দেন।
জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে অভিযোগ আনা হয়েছিল, তা প্রকৃত অর্থে ত্রুটিপূর্ণ ছিল না। নির্বাচন কমিশনের আপিল বিভাগের সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোনয়ন হোসেন বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় জনগণের রায় প্রতিফলিত হয়নি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
মনোনয়ন ফিরে পাওয়ায় নীলফামারী-১ আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত