হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
ঐতিয্যবাহী এ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পালের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গিলাতলা আবুল কালাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারিজাত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার পুষ্পেন সরকার, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এম, এ সবুর রানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত