কামরুল ইসলাম,টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
৬৪ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে হোয়াইক্যং চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি সিএনজি চালক এবং ইয়াবা বহনের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবি আরও জানায়, উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ৬৪ বিজিবি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত