বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তার হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি চৌকস দল টেকনাফ উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়। সে মাদক কারবার, অস্ত্র পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যা সে অবৈধভাবে নিজের হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক শীর্ষ সন্ত্রাসী বদাফুলাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত