টেকনাফ প্রতিনিধি, কামরুল ইসলাম:
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার ১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে এ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে হাজারো রোহিঙ্গা শরণার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ ক্যাম্প এবং অধিকাংশ ঘর বাঁশ, ত্রিপল ও প্লাস্টিক দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
আগুন লাগার সময় অধিকাংশ ক্যাম্পবাসী ঘুমিয়ে থাকায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী-শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে খোলা জায়গায় ছুটে যান। অনেকেই প্রয়োজনীয় মালামাল বের করে নেওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ক্যাম্পের স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে শতাধিক ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রী, খাদ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার আগুন থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্ট মানবিক সংস্থাগুলো।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত