নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার (২১ জানু-য়ারি) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চূড়ান্ত প্রার্থী-দের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার আনুষ্ঠানিকভাবে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এম.এ হান্নান (চিংড়ি), জামায়াতে ইসলামী প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দো-লন বাংলাদেশের প্রার্থী মুকুবুল হোসাইন (হ-াতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম (লাঙ্গল), গণফোরামের প্রার্থী মুনির চৌধুরী (উদীয়মান সূর্য), ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক বুলবুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন।
জাকির হোসেন (ফুটবল)। একটি পৌরসভাসহ ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মোট ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে শুরুতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও প্রত্যাহার হওয়ায় চূড়ান্তভাবে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী আচরণবিধি মেনে সবাইকে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত