মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ১ আসনে ঘিওর দৌলতপুর শিবালয় তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি,জামাত, ইসলামী আন্দোলন, গণধিকার পরিষদ, জনতার দল, এবং স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচন প্রচারণার প্রথম দিনে আজ ২২ জানুয়ারি ২০২৬ বিকেল থেকে শুরু হওয়া বিএনপি ও জামাতের সহ অন্যান্য দলের নির্বাচনী প্রচারণা লক্ষ্য করা যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘিওর উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষ প্রতীকের একটি বিশাল মিছিল বের করা হয়, মিছিলটিতে অংশ নেন ঘিওর,বড়টিয়া, পয়লা, বালিয়াখোড়া সহ বেশ কয়টি এলাকার। যুবদল, ছাত্রদল,মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিএনপি'র বিভিন্ন সংগঠনে নেতাকর্মীরা। এ সময় ঘিওর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষীন শেষে ঘিওর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে জড়ো সকল নেতকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদল সভাপতি মোঃ দীপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,যুবদলের আহ্বায়ক আল মামুন ভূঁইয়া, সহ অন্যান্য নেতা কর্মীরা। এবং সকলে নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের কাজ করার আহ্বান জানান তারা।
এবং এর আগে বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিকী দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটি মিছিল বের করতে দেখা যায।ঘিওর বাজার সহ আশেপাশের এলাকায় এবং সাধারণ জনগণের সাথে হাত মিলান ও দাড়িপাল্লা মার্কা ভোট চান সকলের কাছে।এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত