টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ সদর নাইট্যংপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
এছাড়াও তল্লাশিতে একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত