টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে কক্সবাজারের টেকনাফে মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার ২৪শে জানুয়ারি ২০২৬ ইংরেজি সকাল থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর বিভিন্ন অংশে এই মহড়া অনুষ্ঠিত হয়।
নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এ মহড়া পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মহড়ায় দ্রুতগামী যুদ্ধজাহাজ, টহল বোট ও বিশেষ কমান্ডো ইউনিট অংশ নেয়।
মহড়ার একপর্যায়ে সন্দেহভাজন নৌযান শনাক্ত, ধাওয়া, তল্লাশি ও আটক কার্যক্রমের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত অভিযানের মহড়াও অনুষ্ঠিত হয়।
নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামুদ্রিক ও উপকূলীয় সীমান্ত নিরাপদ রাখতে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের মহড়ার মাধ্যমে আমাদের সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।”স্থানীয়রা জানান, মহড়া চলাকালে নাফ নদী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে সাধারণ মানুষের চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত