মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় কি নির্ধারণ করার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
২৪ শে জানুয়ারি ২০২৬ ইং রোজ শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, পুরাতন জেল রোডে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের আহব্বানে বীর মুক্তিযোদ্ধাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয় কি এই উপলক্ষে এক সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত শত বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ স্থানীয় সংসদের বীর মুক্তিযুদ্ধ বৃন্দ, বক্তারা বলেন ১৯৭১ সাল মহান স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করা যাবে না স্বাধীনতা যুদ্ধ মুক্তিযোদ্ধাদের যুদ্ধ অতএব এই যুদ্ধ মুক্তিযোদ্ধাদের বাঙ্গালীর জাতির অস্তিত্বের লড়াই ছিল একে অন্য লড়াইয়ের সাথে তুলনা করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত