মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে কিছুটা ভেতরে হেয়ন গার্মেন্টসের সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে স্থানীয়রা হেয়ন গার্মেন্টসের সামনে একজন অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার প্রস্তুতি নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিলো। ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতার ভিড় জমে যায়। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত