মোঃনূরেআলম রায়হান :কেরানীগঞ্জ ( ঢাকা)
ঢাকার কেরানীগঞ্জের হযরত পুর ইউনিয়ন এর বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা দুর্বৃত্তদের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।তার মৃত্যুর খবরে কেরানীগঞ্জজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও প্রতিবাদের আবহ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে এই নৃশংস গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মোল্লা ওয়াজ মাহফিল শেষে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনী কার্যক্রম শেষ করে কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করছিলেন। পরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হলে বাড়ির কাছাকাছি পৌঁছানোর সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের ভেতরে প্রবেশ করলে তিনি গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত শনিবার বিকেলে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এই হত্যাকাণ্ডের পর কেরানীগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের পাশাপাশি গভীর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো মামলা দায়ের না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসান মোল্লার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি হাসান মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অপরাধীকে ধরে এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়,যাতে এমন পুনরাবৃত্তি না ঘটে
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত