মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত অর্ধগলিত এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবককে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ওই যুবককে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত