কেএমজহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া গ্রামের অসহায় নারী তারামণি ও তার মানসিক ভারসাম্যহীন ভাই জহুরুল হকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস ও সৌদি আরব প্রবাসী মানবিক ব্যক্তি জহুরুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মানবেতর জীবনের চিত্র প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সমাজসেবা অফিস থেকে তারামণিকে হুইলচেয়ার, চৌকি, চাল, ডাল, তেল, তোষক, মশারি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাও সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোনোয়ার হোসেন, সাংবাদিক ফারুক হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব সম্ভব। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত