বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম:
সম্প্রতি উখিয়া–টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী তার নির্বাচনী বক্তৃতায় এনসিপি নেত্রী জিনিয়াকে উদ্দেশ করে যে বডিশেমিং ও স্লাটশেমিংমূলক বক্তব্য দিয়েছেন, তা শুধু একজন নারীর প্রতি নয়—বরং পুরো সমাজ, শালীনতা ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি চরম অবমাননা।
রাজনীতি হতে পারে মতের লড়াই, আদর্শের বিতর্ক। কিন্তু নারীর শরীর ও চরিত্র নিয়ে কটূক্তি কখনোই রাজনীতি নয়—এটি নীচ মানসিকতার বহিঃপ্রকাশ।
এ ধরনের বক্তব্য একজন জনপ্রতিনিধির যোগ্যতার ঘাটতিই প্রমাণ করে। যিনি নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে লিঙ্গবিদ্বেষী ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন, তিনি ক্ষমতায় গেলে কীভাবে মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করবেন—সে প্রশ্ন আজ অত্যন্ত প্রাসঙ্গিক।
আমরা উখিয়া–টেকনাফের সচেতন জনগণের প্রতি আহ্বান জানাই—
👉 এই ধরনের নারীবিদ্বেষী ও অসভ্য আচরণকে স্পষ্টভাবে ‘না’ বলুন।
👉 শালীনতা, মর্যাদা ও মানবিক রাজনীতির পক্ষে দাঁড়ান।
সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়তে এখনই আমাদের সোচ্চার হতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত