সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় তানসেন নামে এক প্রতিবন্ধী যুবক কে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
গত সোমবার ২৬ জানুয়ারি বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ঐ প্রতিবন্ধী যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের আনোয়ারের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।
এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের নির্বাচনী সহসমন্বয়ক উপজেলার চকমনু গ্রামের মকছেদ আলী শেখের ছেলে মোঃ শামীম হোসেন বাদী হয়ে তানসেনের পক্ষে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মোঃ আব্দুল লতিফ। প্রতিবন্ধী যুবক তানসেন অভিযোগ করে বলেন যে, আমি সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এসময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটন কোন কিছু জিজ্ঞেস না করেই আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে মারধর শুরু করে। পরে মোসারবের ভাগ্নে লিটনের সঙ্গে থাকা আরও ৫-৭ জন আমাকে মারধর শুরু করেন।
এসময় আমি তাদেরকে প্রতিবন্ধী মানুষ বলার পরও তারা আমার কোন কথাই শোনে নাই। আমার শরীরে বেধড়ক কিলঘুষি এবং মাথায় মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে ভর্তি হয়েছি। নাগরিক হিসেবে আমি যে কাউকে ভোট দিতেই পারি। তাই বলে তারা আমাকে মারবে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচারের আশায় আমার পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা রাখি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার পাবো। এ বিষয়ে অভিযুক্ত লিটন বলেন, একটি খেলার অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিলো। সেই দাওয়াতে আমরা মাইকে কথা বলছিলাম এসময় সে মাইকের লাইন খুলে দেয়।
পরবর্তীতে আমরা চলে আসতে লাগলে সে রাস্তায় বাধা দেয়। এসময় কয়েকজন তাকে চড়-থাপ্পর দেয়। তবে আমি কিছু তাকে বলিনি। থানার ওসি মোঃ আব্দুল লতিফ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত