
বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের হাতপাখার প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের প্রবেশ ও সেবা সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পর্যবেক্ষণ করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।