টেকনাফ প্রতিনিধি, কামরুল ইসলাম:
টেকনাফ উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা বায়তুলমাল সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হোসাইন, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি জয়নাল আবেদীন জয়নু সাহেবসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আগামীর জনসভা ও পথসভা পরিকল্পিতভাবে বাস্তবায়ন, সাংগঠনিক দুর্বলতা দূর করা এবং ভুলভ্রান্তি সংশোধনের মাধ্যমে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ উপলক্ষে দাড়িপাল্লা মার্কা ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী হুজুরের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আয়াজ উদ্দিনের নিজ বাসভবনে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ারী হুজুরকে সংসদে পাঠাতে সর্বাত্মক সহযোগিতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির অঙ্গীকার করেন।
সমাজসেবক আয়াজ উদ্দিন বলেন,
“দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত