
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর ইউপির দাতামা এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনপাড়া, শুভপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।