
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা খলশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের, আজ ২৫ ডিসেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে ১ আসনের ঘিওর দৌলতপুর শিবালয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের মনোনীত প্রার্থী জনাব এস এ জিন্নাহ কবির, ঘিওর উপজেলা শাখার বিএনপির সভাপতি জনাব মীর মানিকুজ্জামান মানিক, খলশী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ জিয়া, বাগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ ঘিওর দৌলতপুর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য অন্যান্য নেতাকর্মী বৃন্দ এবং খলশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ জনগণ।
প্রধান অতিথি বক্তিতা প্রদান করেন জনাব এস এ জিন্নাহ কবির। তিনি বলেন বিএনপি’র চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য। দীর্ঘ স্বৈরশাসক শাসক এরশাদের বিরুদ্ধে নয় বছর সংগ্রাম চালিয়ে এরশাদ পতনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তারই সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসী থেকে বাংলাদেশ গণতন্ত্র রক্ষার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর আপনাদের সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন। এবং হাসিনা সরকারের পতনের মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে মার্কা ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন। এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করার।