
মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা( নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জমিয়ত ইসলাম-এর জোটগত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়ত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি জোটের প্রার্থী হিসেবে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে চূড়ান্ত হয়েছি। ইনশাআল্লাহ, ডোমার-ডিমলার মানুষের সুখে-দুঃখে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এ এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।
তিনি আরও জানান, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এবং বি এনপি ও জমিয়ত ছাড়া সকল জোটের প্রার্থী তিনি একক হিসেবে থাকবেন,
এদিকে ডিমলা উপজেলা জমিয়ত ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন বলেন,
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দীর্ঘদিন ধরে ডোমার-ডিমলার মানুষের পক্ষে কাজ করে আসছেন। তার সেই ত্যাগ ও শ্রমের ফল আজকের এই মনোনয়ন। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে ডোমার-ডিমলার মানুষের অধিকার ও কল্যাণে সর্বদা পাশে থাকবো।