1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম অফিসে হামলা, ও হত্যা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ইন্তেকালে রূপগঞ্জ উপজেলা এনসিপি ও পশ্চিমগাঁও মাদরাসার শোক ও দোয়া মাহফিল শেরপুরে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন উদযাপন বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা বাগান তছনছ ও লুটপাট, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কোনো ভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দেবিদ্বারে শহিদ পরিবারর সদস্যরা অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ধামরাইয়ে গ্রেপ্তার ৩ ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন দুই আসামি গ্রেফতার শেরপুর সীমান্ত জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি:গারো পাহাড় উপজেলাগুলোতে জবুথবু হতদরিদ্র মানুষ তারেক রহমানের জাতীয় সৃতিসৌধে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা বাগান তছনছ ও লুটপাট, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম,নিজস্ব সংবাদদাতা:

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা আনিসুল ইসলামকে বাড়িতে না পেয়ে দ্বিতীয়বারের মতো তার পরিবারের মালিকানাধীন বাগানে হামলা চালায় সন্ত্রাসী আবুল বশর ও আব্দুল আউয়ালসহ একটি সংঘবদ্ধ বাহিনী।

জানা যায়, উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়ুদল ইসলাম বাড়ির নিজস্ব বাগানে এ হামলা চালানো হয়। পরিবারের প্রধান ছৈয়ুদল ইসলাম বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা বাগানের গাছ কেটে তছনছ করে এবং মটর, টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী আনিসুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আবুল বশর বাহিনী ও আব্দুল আউয়ালসহ তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কিছুদিন আগে আবুল বশরের ছেলে সোহেল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, বাগান তছনছ করে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। এসব হুমকির বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

খবর পেয়ে দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম। টিমের নেতৃত্বে থাকা এএসআই এম এ জামির জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট