
মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুটিবাড়ি মোড়ে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সেতরা সুলতানা, মো. আরিফউল ইসলাম লিটন, আশিকুল ইসলাম লিমন, হালিমুল ইসলাম রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আমরা খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম আফেন্দীকে চিনিনা। কেন্দ্রীয় নেতৃত্বের এই আত্মঘাতী সিদ্ধান্তের ওপর আমরা আস্থা রাখতে পারছি না।
তারা আরও বলেন, যদি কেন্দ্র থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শায়রিন ইসলাম তুহিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,এই আন্দোলনের ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার সম্পূর্ণভাবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিতে হবে।
এসময় নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ডিমলা শুটিবাড়ি মোড় এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।