
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলায় বাংলাদেশের বৃহত্তর আরিচা ঘাট এলাকায় ঘন কুয়াশার কারণে আরিচা ঘাটে ফেরি পারাপার বিঘ্নিত হওয়ার কারণে আরিচা ঘাটে মালবাহি ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
আজ ২৭ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল বেলা দেখা যায় দেশ শতাধিক উপরে মালবাহী ট্রাক আটকে পড়ে আছে। এ সময় গাড়ি চালক হেলপার অলস সময় পার করতে দেখা যায় এবং তারা বলেন আজ দুই দিন যাবত আমরা এই আরিচা ঘাটে রয়েছি। নির্ধারিত সময়ের মধ্য আমরা মাল পৌঁছে দিতে পারছিনা, এত করে মহাজনক ক্ষতির মুখে পড়ছে, আমাদেরও অনেক খরচ বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে সময় মতন ফেরি না ছাড়ায় এ সমস্যা হচ্ছে এবং আরো তারা বলেন ঘাট কর্তৃপক্ষ খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।