1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা ফাজিলা বাড়ি পুরাতন রাস্তায় মাটি ফেলার কারণে মিথ্যা অপপ্রচার ছাগল পালন বিষয়ে উপকারভোগীদের একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে জোরপূর্বক ক্রয়কৃত জমির গাছ কাটার প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জীবন সাভারে তারেক রহমানের আগমনের ডিভিও সংগ্রহ করতে গিয়ে মোবাইল হারালেন জাবি সাংবাদিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাবিসাসের বিশেষ চিত্রপ্রদর্শনী ও সাময়িকী প্রকাশ মানিকগঞ্জ শহরে নিকটে পল্টন বিল, সিদ্দিক নগর বিশ্ব ইজতেমা আজ দ্বিতীয় দিন মানিকগঞ্জ আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি বিএনপি প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় ডিমলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ্য সিরাপসহ আটক ১

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা ফাজিলা বাড়ি পুরাতন রাস্তায় মাটি ফেলার কারণে মিথ্যা অপপ্রচার

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়নের ফাজিলা বাড়ি, নাটুয়াবাড়ি বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন পুরাতন রাস্তার উপর মাটি ফেলায় একই এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র আব্দুল
কাইয়ুম, মোঃ আইয়ুব হাসান খান এবং তার ছোট ভাই
সায়েদুর রহমানকে বিভিন্নভাবে হয়রানীমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

২৮শে ডিসেম্বর ২০২৫ ইং রবিবার দুপুরে মোঃ আইয়ুব হাসান এবং তার ছোট ভাইয়ের বিরুদ্ধে আব্দুল কাইয়ুম মিথ্যা অপপ্রচার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জানা যায় ৪ শতাংশ জমি রেজিস্ট্রেশন নিয়ে তালবাহানা করছে মূত মোয়াজ্জেম হোসেনের বড় ছেলে আব্দুল কাইয়ুম। মোঃ আইয়ুব হাসান খান বলেন মৌখিক চুক্তির মাধ্যমে ৫০ হাজার টাকা ২০১৭ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমার ছোট ভাই সাইদুর রহমান, মূত মোয়াজ্জেম হোসেনকে ০৪ শতাংশ জমির (রাস্তার)
বায়নার টাকা প্রদান করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, ফাজিলা বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আইয়ুব হাসান খান,পিতা: মরহুম মুছালত খান ২০১৭ সালে এলাকাবাসীর যাতায়াতের রাস্তা ফাজিলা বাড়ি ও নাটুয়াবাড়ি বাইতুল নূর জামে মসজিদের মুসুল্লিদের সুবিধার্থে পুরাতন ৪ শতাংশ রাস্তায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাটি ফেললে মোঃ আইয়ুব হাসানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম।

স্থানীয়দের মাধ্যমে জানা যায় জমির মালিক মাপঝোক করে ৪ শতাংশ জমি রাস্তার জন্য বুঝিয়ে দেন মোঃ আইয়ুব হাসান খান কে এবং দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে আসছে। তবে অভিযোগ রয়েছে, প্রায় ৮ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তার জন্য জমিটি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। বিভিন্ন সময় রেজিস্ট্রেশনের বিষয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী ।

এদিকে জমির মালিক মোয়াজ্জেম হোসেন মৃত্যুবরণ করার পর তার পুত্র আব্দুল কায়েম বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশন না করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে পুরাতন রাস্তায় মাটি ফেলায় অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছেন বলে স্থানীয়দের পক্ষ থেকে জানা গেছে।

এ বিষয়ে মোঃ আইয়ুব হাসান খান ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্হানীয় মুরব্বি ইসারত খান, রাজিব খান, আবুলি বেগম, লেবু, আজিম মিয়া বলেন, এলাকাবাসীর সুবিধার্থে মোঃ আইয়ুব হাসান খান জমির মালিক মৃত্যু মোয়াজ্জেম হোসেন নিকট হতে এলাকাবাসীর সুবিধার্থে ৪ শতাংশ জমির উপর রাস্তা তৈরি করে দেয়। এতে এলাকাবাসী মসজিদসহ রাস্তায় যাইতে হাজারো মানুষের উপকার হয়েছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিসহ অপপ্রচারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাইয়াছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট