1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক গণ মঙ্গল কেন্দ্রের হেড অফিস পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়নপত্র দাখিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই বিএনপি জাতীয় পার্টি জোট নয়, আসনভিত্তিক সমঝোতা হতে পারে: রংপুরে জিএম কাদের ঢাকা ৩ ও ঢাকা ২ আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর ধানের শীষের পক্ষে ভোট প্রচারণা ও লিফলেট বিতরণ মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা ফাজিলা বাড়ি পুরাতন রাস্তায় মাটি ফেলার কারণে মিথ্যা অপপ্রচার ছাগল পালন বিষয়ে উপকারভোগীদের একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গণ মঙ্গল কেন্দ্রের হেড অফিস পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর হেড অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি সংস্থার কার্যালয় পরিদর্শনকালে চলমান বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রমসহ সংস্থার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক জনি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন এবং সমাজসেবা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) ১৯৯৩ সাল থেকে গাইবান্ধা জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, আয়বর্ধক কার্যক্রম এবং মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট