
কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর হেড অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি সংস্থার কার্যালয় পরিদর্শনকালে চলমান বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রমসহ সংস্থার বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক জনি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন এবং সমাজসেবা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) ১৯৯৩ সাল থেকে গাইবান্ধা জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, আয়বর্ধক কার্যক্রম এবং মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।